বিতরন কার্যক্রমের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন লোকমান চেয়ারম্যান পাড়ার সন্তান, পুলিশ হেড কোয়ার্টারের কর্মকর্তা এসপি আহাদুজ্জামান মিয়া ও তার স্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিন্নাত আরা বেগম। তারা উপস্থিত থেকে গ্রামের দুস্থ্যদের হাতে এ খাদ্য সামগ্রী বিতরন করেন।
প্রধান অতিথির বক্তব্যে এসপি আহাদ মিয়া বলেন, এই গ্রামে আমার শেকড় পোতা রয়েছে। এখানে এলে মনে অন্য রকম শান্তি লাগে। তাই সুযোগ পেলেই বারবার গ্রামে ছুটে আসি। সেইসাথে চেষ্টা করি ব্যাক্তিগতভাবে হোক অথবা অন্যকোন মাধ্যমে হোক গ্রামবাসীকে সহায়তা করার। খাদ্য সহায়তা এবং মসজিদ নির্মাণের জন্য আমার গ্রামকে বেছে নেয়ায় আমি এসএসটিএস সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সংস্থার প্রশাসনিক কর্মকর্তা লোকমান হোসাইন মৃধা জানান, খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে জনপ্রতি ১০কেজি করে চাল, তেল ১ লিটার, আলু ২কেজি, ডাল ১কেজি, লবন ১কেজি, চিনি ১কেজি ও পেয়াজ ১কেজি। এ ধরনের সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান। এ কার্যক্রমে এসপি আহাদ এবং তার স্ত্রী জিন্নাত আরা বেগম সমন্বয় করেছেন বলে তিনি জানান। এছাড়া তাদের মধ্যস্ততায় এই গ্রামে তারা সাদৃশ্য একটি মসজিদ নির্মান কাজ শীঘ্রই শুরু করবেন বলে জানান।