রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শিল্পকলা একাডেমিতে গত ৩০ ডিসেম্বর সকালে ইউপি নির্বাচন-২০২১ এ পাংশা উপজেলার ১০টি ইউপির ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম এবং বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান ও রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস। মতবিনিময় সভায় পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাগণ, পুলিশ প্রশাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।