6:27 am, Tuesday, 25 March 2025

গোয়ালন্দে লুন্ঠিত মালামালসহ দূর্ধর্ষ ছিনতাইকারী আশিক গ্রেপ্তার

দূর্ধর্ষ ছিনতাইকারী গ্রেপ্তারকৃত আশিক মোল্লা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে লুন্ঠিত মালামালসহ ১৩মামলার আসামী দূর্ধর্ষ ছিনতাইকারী মো. আশিক মোল্লাকে (২০) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

সোমবার (১০জানুয়ারি) সকালে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে গোয়ালন্দ উপজেলার বিজয় বাবুর পাড়ার মৃত কেসমত মোল্লার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী সাবরিনা সুলতানা তার ভায়ের ছেলে ও মেয়েকে নিয়ে চুয়াডাঙ্গা থেকে সিডি ডিলাক্স পরিবহনে ঢাকা যাওয়ার পথে রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটের সময় দৌলতদিয়া নুরু চেয়ারম্যান পাড়া সংলগ্ন এলিনা মেম্বারের বাড়ির এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে জ্যামে আটকা পড়ে। এসময় বাদীর ভায়ের মেয়ের প্রাকৃতির ডাকে সারা দেয়ার জন্য তাকে নিয়ে বাস থেকে নামলে ১টা ২৫মিনিটের দিকে অজ্ঞাতনামা ২/৩জন ছিনতাইকারী বাদীর ভ্যানিটি ব্যাগ জোরপূর্বক টান দেয়, ভ্যানিটি ব্যাগ না ছাড়ায় ছিনতাইকারীরা ছুড়ি দিয়ে আঘাত করার ভয় দেখাইয়া জোরপূর্বক বাদীর কাঁধে থাকা ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এঘটনায় বাদীর করা মামলায় এসআই জুয়েল রানা আসামীদের তথ্য সংগ্রহ কালে বিশ^স্ত গুপ্তচরের মাধ্যমে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে আসামী মো. আশিক মোল্লাকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজতে থাকা বাদীর মোবাইল, নগদ টাকা ও ভয় দেখানো ছুড়ি জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে এ মামলা ছাড়াও গোয়ালন্দ ঘাট থানা ও রাজবাড়ী সদর থানায় আরও ১৩ মামলা রয়েছে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, গ্রেপ্তারকৃত আশিক একজন পেশাদার ছিনতাইকারী। প্রতিনিয়তই সে দৌলতদিয়া ঘাট এলাকায় ছিনতাই করে।  তার বিরুদ্ধে এ মামলা ছাড়াও গোয়ালন্দ ও রাজবাড়ী সদর থানায় আরও ১৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

গোয়ালন্দে লুন্ঠিত মালামালসহ দূর্ধর্ষ ছিনতাইকারী আশিক গ্রেপ্তার

Update Time : 09:46:31 am, Tuesday, 11 January 2022

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে লুন্ঠিত মালামালসহ ১৩মামলার আসামী দূর্ধর্ষ ছিনতাইকারী মো. আশিক মোল্লাকে (২০) গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

সোমবার (১০জানুয়ারি) সকালে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে গোয়ালন্দ উপজেলার বিজয় বাবুর পাড়ার মৃত কেসমত মোল্লার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী সাবরিনা সুলতানা তার ভায়ের ছেলে ও মেয়েকে নিয়ে চুয়াডাঙ্গা থেকে সিডি ডিলাক্স পরিবহনে ঢাকা যাওয়ার পথে রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটের সময় দৌলতদিয়া নুরু চেয়ারম্যান পাড়া সংলগ্ন এলিনা মেম্বারের বাড়ির এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে জ্যামে আটকা পড়ে। এসময় বাদীর ভায়ের মেয়ের প্রাকৃতির ডাকে সারা দেয়ার জন্য তাকে নিয়ে বাস থেকে নামলে ১টা ২৫মিনিটের দিকে অজ্ঞাতনামা ২/৩জন ছিনতাইকারী বাদীর ভ্যানিটি ব্যাগ জোরপূর্বক টান দেয়, ভ্যানিটি ব্যাগ না ছাড়ায় ছিনতাইকারীরা ছুড়ি দিয়ে আঘাত করার ভয় দেখাইয়া জোরপূর্বক বাদীর কাঁধে থাকা ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এঘটনায় বাদীর করা মামলায় এসআই জুয়েল রানা আসামীদের তথ্য সংগ্রহ কালে বিশ^স্ত গুপ্তচরের মাধ্যমে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে আসামী মো. আশিক মোল্লাকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজতে থাকা বাদীর মোবাইল, নগদ টাকা ও ভয় দেখানো ছুড়ি জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে এ মামলা ছাড়াও গোয়ালন্দ ঘাট থানা ও রাজবাড়ী সদর থানায় আরও ১৩ মামলা রয়েছে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, গ্রেপ্তারকৃত আশিক একজন পেশাদার ছিনতাইকারী। প্রতিনিয়তই সে দৌলতদিয়া ঘাট এলাকায় ছিনতাই করে।  তার বিরুদ্ধে এ মামলা ছাড়াও গোয়ালন্দ ও রাজবাড়ী সদর থানায় আরও ১৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।