5:35 pm, Thursday, 20 March 2025

কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের নামে চাঁদা আদায় করলেন দফাদার

অভিনব ফন্দি খাটিয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের নামে চাঁদা আদায় করলেন এক দফাদার। ওই দফাদারের নাম রমজান আলী। সে কালুখালীর রতনদিয়া ইউনিয়ন পরিষদে দফাদার হিসেবে কর্মরত রয়েছেন।

শুক্রবার দুপুরে কালুখালীর কুমারখালী দধি ভান্ডার নামক দোকানে এই চাঁদাবাজীর ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে তরিঘরি করে কুমারখালী দধি ভান্ডার নামক দোকানে আসে রতনদিয়া ইউনিয়ন পরিষদের দফাদার রমজান আলী। তিনি নিজের ফোনে রিছিবকৃত কল ধরিয়ে দিয়ে দোকানের ম্যানেজার সুব্রত বিশ্বাসকে বলেন ইউএনও ছ্যার কথা বলবে। দোকানের ম্যানেজার সুব্রত ফোনটি ধরলে অপর প্রান্ত থেকে ইউএনও পরিচয়ে ওই দোকানদারকে বলে ২০ হাজার টাকা দিতে হবে। নইলে দোকান সিলগালা করা হবে। এটি সরকারী আদেশ। এ কথা শোনার পর ম্যানেজার সুব্রত বিশ্বাস কথিত ওই ইউএনও সাহেবের প্রদত্ত নাম্বারে ১২ হাজার টাকা প্রদান করে। পরে জানতে পারে এটি দফাদার রমজান আলী সাজানো নাটক।

এব্যাপারে রতনদিয়া ইউনিয়ন পরিষদের দফাদার রমজান আলীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন,আমার কোন দোষ নেই। এ কাজ সেক্রেটারী করতে বলেছে,তাই করেছি। তবে ইউনিয়ন সচিব ইউনুচ আলী জানান,এব্যাপারে সে কিছুই জানেন না।

বিষয়টি জানার জন্য কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের সরকারী নাম্বারে ফোন করা হলে নাম্বারটি রিছিফ হয়নি।

কুমারখালী দধি ভান্ডারের ম্যানেজার সুব্রত বিশ্বাস জানান,ঘটনাটি কালুখালী থানা ও রতনদিয়া বাজার বনিক সমিতিকে জানানো হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

বাজার বনিক সমিতির সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন জানায়,ঘটনাটি শোনার পর দফাদারের নাম রমজান আলীকে বনিক সমিতির অফিসে ডেকে আনা হয়। তিনি ইউএনও সাহেবের নামে ফোন ধরিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের নামে চাঁদা আদায় করলেন দফাদার

Update Time : 05:06:09 pm, Saturday, 29 January 2022

অভিনব ফন্দি খাটিয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের নামে চাঁদা আদায় করলেন এক দফাদার। ওই দফাদারের নাম রমজান আলী। সে কালুখালীর রতনদিয়া ইউনিয়ন পরিষদে দফাদার হিসেবে কর্মরত রয়েছেন।

শুক্রবার দুপুরে কালুখালীর কুমারখালী দধি ভান্ডার নামক দোকানে এই চাঁদাবাজীর ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে তরিঘরি করে কুমারখালী দধি ভান্ডার নামক দোকানে আসে রতনদিয়া ইউনিয়ন পরিষদের দফাদার রমজান আলী। তিনি নিজের ফোনে রিছিবকৃত কল ধরিয়ে দিয়ে দোকানের ম্যানেজার সুব্রত বিশ্বাসকে বলেন ইউএনও ছ্যার কথা বলবে। দোকানের ম্যানেজার সুব্রত ফোনটি ধরলে অপর প্রান্ত থেকে ইউএনও পরিচয়ে ওই দোকানদারকে বলে ২০ হাজার টাকা দিতে হবে। নইলে দোকান সিলগালা করা হবে। এটি সরকারী আদেশ। এ কথা শোনার পর ম্যানেজার সুব্রত বিশ্বাস কথিত ওই ইউএনও সাহেবের প্রদত্ত নাম্বারে ১২ হাজার টাকা প্রদান করে। পরে জানতে পারে এটি দফাদার রমজান আলী সাজানো নাটক।

এব্যাপারে রতনদিয়া ইউনিয়ন পরিষদের দফাদার রমজান আলীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন,আমার কোন দোষ নেই। এ কাজ সেক্রেটারী করতে বলেছে,তাই করেছি। তবে ইউনিয়ন সচিব ইউনুচ আলী জানান,এব্যাপারে সে কিছুই জানেন না।

বিষয়টি জানার জন্য কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের সরকারী নাম্বারে ফোন করা হলে নাম্বারটি রিছিফ হয়নি।

কুমারখালী দধি ভান্ডারের ম্যানেজার সুব্রত বিশ্বাস জানান,ঘটনাটি কালুখালী থানা ও রতনদিয়া বাজার বনিক সমিতিকে জানানো হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

বাজার বনিক সমিতির সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন জানায়,ঘটনাটি শোনার পর দফাদারের নাম রমজান আলীকে বনিক সমিতির অফিসে ডেকে আনা হয়। তিনি ইউএনও সাহেবের নামে ফোন ধরিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন।