9:44 am, Thursday, 20 March 2025

কালুখালীতে ইউপি চেয়ারম্যানের ফাঁদে সংঘবদ্ধ চোরেরা ধৃত : শতাধিক মোবাইল উদ্ধার

কালুখালীতে ইউপি চেয়ারম্যানের ফাঁদে সংঘবদ্ধ চোরেরা ধৃত : শতাধিক মোবাইল উদ্ধার

সোমবার রাত ১০টায় রাজবাড়ীর কালুখালী উপজেলায় গান্ধিমারা এলাকায় সংঘবদ্ধ একদল চোর ধৃত হয়েছে। স্থানীয় মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর পেতে রাখা ফাঁদে ওই চোরেরা ধরা পড়ে।সংঘবদ্ধ চোরেরা হলো দামুকদিয়ার ইউসুফ আলী, শুকুর , টুকু,নাইম এবং সুজাত।

স্থানীয় ইউপি সদস্য মাসুদ রানা জানায়,গতবুধবার রাতে সংঘবদ্ধ চোরেরা গান্ধিমারা বাজারের মিজান ইলেকট্রনিক এর দোকানে চুরি করে। পরদিন দোকানদার মিজান কালুখালী থানায় জিডি করে। এছাড়া মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর নিকট চুরির বিষয়টি অবগত করে। ঘটনার পরদিন থেকেই চেয়ারম্যান মিজানুর রহমান মজনু চুরি হওয়া মোবাইলের আইএমই নাম্বারে ফোন দিতে থাকে।

সোমবার দুপুরে কুষ্টিয়ার হাসানের নিকট চুরি হওয়া একটি মোবাইল এর সংকেত মেলে। তাকে জিজ্ঞাসা করলে সে মোবাইলটি উম্মত আলীর নিকট থেকে কেনার কথা বলে। উম্মত আলী কুষ্টিয়ার কুমারখালী থানার সদকী উত্তরপাড়ার আব্দুল্লার পুত্র। তাকে জিজ্ঞাসা করায় সে অজ্ঞাত লোকদের নিকট থেকে মোবাইল কেনার কথা বলে। উম্মত আলী ক্রেতাদের ছবি দেখালে ইউপি চেয়ারম্যান মজনু সহ স্থানীয়রা চোরদের চিনতে পারে। পরে তাদের ধরে এনে জিজ্ঞাসা করলে চুরির ঘটনা স্বীকার করে। উম্মত আলী চোরদের নিকট থেকে কেনা মোবাইল,সিসি ক্যামেরা ফেরত দিয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত চোরদের জিজ্ঞাসা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

কালুখালীতে ইউপি চেয়ারম্যানের ফাঁদে সংঘবদ্ধ চোরেরা ধৃত : শতাধিক মোবাইল উদ্ধার

Update Time : 09:45:04 am, Wednesday, 9 February 2022

সোমবার রাত ১০টায় রাজবাড়ীর কালুখালী উপজেলায় গান্ধিমারা এলাকায় সংঘবদ্ধ একদল চোর ধৃত হয়েছে। স্থানীয় মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর পেতে রাখা ফাঁদে ওই চোরেরা ধরা পড়ে।সংঘবদ্ধ চোরেরা হলো দামুকদিয়ার ইউসুফ আলী, শুকুর , টুকু,নাইম এবং সুজাত।

স্থানীয় ইউপি সদস্য মাসুদ রানা জানায়,গতবুধবার রাতে সংঘবদ্ধ চোরেরা গান্ধিমারা বাজারের মিজান ইলেকট্রনিক এর দোকানে চুরি করে। পরদিন দোকানদার মিজান কালুখালী থানায় জিডি করে। এছাড়া মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর নিকট চুরির বিষয়টি অবগত করে। ঘটনার পরদিন থেকেই চেয়ারম্যান মিজানুর রহমান মজনু চুরি হওয়া মোবাইলের আইএমই নাম্বারে ফোন দিতে থাকে।

সোমবার দুপুরে কুষ্টিয়ার হাসানের নিকট চুরি হওয়া একটি মোবাইল এর সংকেত মেলে। তাকে জিজ্ঞাসা করলে সে মোবাইলটি উম্মত আলীর নিকট থেকে কেনার কথা বলে। উম্মত আলী কুষ্টিয়ার কুমারখালী থানার সদকী উত্তরপাড়ার আব্দুল্লার পুত্র। তাকে জিজ্ঞাসা করায় সে অজ্ঞাত লোকদের নিকট থেকে মোবাইল কেনার কথা বলে। উম্মত আলী ক্রেতাদের ছবি দেখালে ইউপি চেয়ারম্যান মজনু সহ স্থানীয়রা চোরদের চিনতে পারে। পরে তাদের ধরে এনে জিজ্ঞাসা করলে চুরির ঘটনা স্বীকার করে। উম্মত আলী চোরদের নিকট থেকে কেনা মোবাইল,সিসি ক্যামেরা ফেরত দিয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত চোরদের জিজ্ঞাসা চলছে।