রাজবাড়ীর গোয়ালন্দে দেশীয় ১৭৫লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গেপ্তার করেছে র্্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সিরাজ খাঁর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ীর রসুলপুর এলাকার মো. সোহরাব সরদারের ছেলে মো. গোলাম মওলা (১৮) এবং আজিম উদ্দিন সরকার পাড়ার মো. কোবাদ মোল্লার ছেলে মো.ফিরোজ মোল্লা (১৮)।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বুধবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সিরাজ খাঁর পাড়া এলাকায় অভিযান চালিয়ে জনৈক মো. হারেজ খানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে মো. গোলাম মওলা ও মো. ফিরোজ মোল্লাকে আটক করা হয়।
এসময় তাদের হেফাজতে থাকা ১৭৫লিটার দেশীয় চোলাই মদসহ ব্যাটারী চালিত দুটি ইজিবাইক, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুটি সিমকার্ডসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।