3:24 am, Thursday, 20 March 2025

পূ‌ন্যের আশায় রাজবাড়ীতে সনাতন ধর্মালম্বীদের গঙ্গাস্নান 

পূ‌ন্যের আশায় রাজবাড়ীতে সনাতন ধর্মালম্বীদের গঙ্গাস্নান 

প্রতি বছ‌রের ন‌্যায়  এবারও পুণ্য লাভের আশার রাজবাড়ী জে‌লার পদ্মা নদীসহ বি‌ভিন্নস্থা‌নে গঙ্গাস্নান কর‌ছেন সনাতন ধর্মালম্বীরা।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) রাজবাড়ী পূজা উদযাপন প‌রিষ‌দের আয়োজনে ভোর থে‌কে রাজবাড়ীর গোদার বাজার এলাকার পদ্মায় গঙ্গাস্নান করতে আসেন ভক্তরা। চ‌লে দুপুর পর্যন্ত।
এ সময় ভক্ত ও দর্শনার্থী‌দের কোলাহলে মুখ‌রিত হ‌য়ে ওঠে পদ্মার পাড়। এছাড়াও জেলার বি‌ভিন্নস্থা‌নে অনু‌ষ্ঠিত হয় গঙ্গাস্নান। এবং গঙ্গাস্নান শে‌ষে পদ্মার পাড়ে বসেই কেউ গীতা পাঠ আবার অ‌নেক‌কে নাম জপ করতে দেখা যায়।
সনাতন ধর্মালম্বী‌দের ধারনা, এই দিন গঙ্গাস্নান করলে পুণ্য অর্জন করা যায় এবং মনে করা হয় মাঘী পুর্নিমার পূণ্য তিথিতে স্বয়ং নারায়ণের বাস থাকে গঙ্গায় । তাই যদি এই তিথিতে গঙ্গায় স্নান করা হয়, তাহলে জীবন থেকে দুঃখ, রোগব্যাধি একেবারে মুছে যায় এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে।
এ সময় আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস‌্যদের উপ‌স্থি‌তিও দেখা যায়।
গোদার বাজার গঙ্গাস্নান স্থা‌নে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী পূজা উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, সাধারন সম্পাদক স্বপন কুমার দাস, যুগ্ম সম্পাদক ও সদ‌রের সভাপ‌তি অরুন কুমার সরকার, সাংগঠ‌নিক সম্পাদক তন্ময় দাস, সদস‌্য স্বজন দাস, অর‌বিন্দ বিশ্বাস প্রমূখ।
লোকনাথ মন্দিরের স্বপন মহারাজসহ ভক্তরা জানান, পূন‌্য লা‌ভের জন‌্য ধর্মীয় বিধান অনুযায়ী যু‌গের পর যুগ তারা গঙ্গাস্না‌ন ক‌রে আসছেন। এ‌দি‌নে ভক্তরা তা‌দের মনবাসনা লা‌ভের জন‌্য প্রার্থনা ক‌রেন। ত‌বে স্না‌নের পর অ‌নেক স্থা‌নেই পোশাক পাল্টা‌নো ও টয়‌লে‌টের সু-ব‌্যবস্থা নাই। এ জন‌্য ভক্ত‌দের অসুবিধায় পড়‌তে হয়। স্থানীয় প্রশাসন ও জনপ্রতি‌নি‌ধি‌দের উ‌চিত পোশাক পাল্টা‌নোর স্থান ও টয়‌লে‌টের ব‌্যবস্থা করা।
রাজবাড়ী পূজা উদযাপন প‌রিষ‌দের যুগ্ম সম্পাদক ও সদ‌রের সভাপ‌তি অরুন কুমার সরকার ব‌লেন, এবার আনুষ্ঠা‌নিক ভা‌বে সুষ্ঠ ও শা‌ন্তিপূর্ণ প‌রি‌বে‌শে তারা গঙ্গাস্নান ক‌রে‌ছেন। এ সময় ভক্ত‌দের পোশাক পাল্টা‌নোর ব‌্যবস্থা ক‌রে‌ছি‌লেন। এবং আইনশৃঙ্খলা বা‌হিনীর সহ‌যো‌গিতাও পে‌য়ে‌ছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

পূ‌ন্যের আশায় রাজবাড়ীতে সনাতন ধর্মালম্বীদের গঙ্গাস্নান 

Update Time : 10:47:15 pm, Wednesday, 16 February 2022
প্রতি বছ‌রের ন‌্যায়  এবারও পুণ্য লাভের আশার রাজবাড়ী জে‌লার পদ্মা নদীসহ বি‌ভিন্নস্থা‌নে গঙ্গাস্নান কর‌ছেন সনাতন ধর্মালম্বীরা।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) রাজবাড়ী পূজা উদযাপন প‌রিষ‌দের আয়োজনে ভোর থে‌কে রাজবাড়ীর গোদার বাজার এলাকার পদ্মায় গঙ্গাস্নান করতে আসেন ভক্তরা। চ‌লে দুপুর পর্যন্ত।
এ সময় ভক্ত ও দর্শনার্থী‌দের কোলাহলে মুখ‌রিত হ‌য়ে ওঠে পদ্মার পাড়। এছাড়াও জেলার বি‌ভিন্নস্থা‌নে অনু‌ষ্ঠিত হয় গঙ্গাস্নান। এবং গঙ্গাস্নান শে‌ষে পদ্মার পাড়ে বসেই কেউ গীতা পাঠ আবার অ‌নেক‌কে নাম জপ করতে দেখা যায়।
সনাতন ধর্মালম্বী‌দের ধারনা, এই দিন গঙ্গাস্নান করলে পুণ্য অর্জন করা যায় এবং মনে করা হয় মাঘী পুর্নিমার পূণ্য তিথিতে স্বয়ং নারায়ণের বাস থাকে গঙ্গায় । তাই যদি এই তিথিতে গঙ্গায় স্নান করা হয়, তাহলে জীবন থেকে দুঃখ, রোগব্যাধি একেবারে মুছে যায় এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে।
এ সময় আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস‌্যদের উপ‌স্থি‌তিও দেখা যায়।
গোদার বাজার গঙ্গাস্নান স্থা‌নে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী পূজা উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, সাধারন সম্পাদক স্বপন কুমার দাস, যুগ্ম সম্পাদক ও সদ‌রের সভাপ‌তি অরুন কুমার সরকার, সাংগঠ‌নিক সম্পাদক তন্ময় দাস, সদস‌্য স্বজন দাস, অর‌বিন্দ বিশ্বাস প্রমূখ।
লোকনাথ মন্দিরের স্বপন মহারাজসহ ভক্তরা জানান, পূন‌্য লা‌ভের জন‌্য ধর্মীয় বিধান অনুযায়ী যু‌গের পর যুগ তারা গঙ্গাস্না‌ন ক‌রে আসছেন। এ‌দি‌নে ভক্তরা তা‌দের মনবাসনা লা‌ভের জন‌্য প্রার্থনা ক‌রেন। ত‌বে স্না‌নের পর অ‌নেক স্থা‌নেই পোশাক পাল্টা‌নো ও টয়‌লে‌টের সু-ব‌্যবস্থা নাই। এ জন‌্য ভক্ত‌দের অসুবিধায় পড়‌তে হয়। স্থানীয় প্রশাসন ও জনপ্রতি‌নি‌ধি‌দের উ‌চিত পোশাক পাল্টা‌নোর স্থান ও টয়‌লে‌টের ব‌্যবস্থা করা।
রাজবাড়ী পূজা উদযাপন প‌রিষ‌দের যুগ্ম সম্পাদক ও সদ‌রের সভাপ‌তি অরুন কুমার সরকার ব‌লেন, এবার আনুষ্ঠা‌নিক ভা‌বে সুষ্ঠ ও শা‌ন্তিপূর্ণ প‌রি‌বে‌শে তারা গঙ্গাস্নান ক‌রে‌ছেন। এ সময় ভক্ত‌দের পোশাক পাল্টা‌নোর ব‌্যবস্থা ক‌রে‌ছি‌লেন। এবং আইনশৃঙ্খলা বা‌হিনীর সহ‌যো‌গিতাও পে‌য়ে‌ছেন।