3:59 am, Thursday, 20 March 2025

শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার’ রাজবাড়ী জেলাবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার  -প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

রাজবাড়ীর গোয়ালন্দে প্রস্তাবিত ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ রাজবাড়ী জেলাবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ উপহার।
এটা চালু হলে প্রতিবছর অন্তত ১ হাজার তরুণ-তরুনী এখান থেকে ৬ মাস হতে ১ বছর মেয়াদি বিভিন্ন ডিপ্লোমা প্রশিক্ষণের সুযোগ পাবে। এতে করে তাদের আর ঢাকামুখী বা বিদেশমুখি হতে হবেনা। ঘরে বসেই ইউরোপ -আমেরিকার বড়বড় অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে পারবে। এর মাধ্যমে তাদের প্রচুর আয় হবে। বেকারত্ব দূর হয়ে এগিয়ে যাবে দেশ। এ ধরনের প্রকল্প ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজিব ওয়াজেদ জয়ের সুচিন্তার ফসল বলে তিনি মন্তব্য করেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর বালিয়াডাঙ্গা গ্রামে প্রস্তাবিত এ প্রকল্পটির জন্য ৫ একর জমি পরিদর্শনে এসে উপরোক্ত কথাগুলো বলেন। প্রকল্পটিতে ১৩১ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রস্তাবিত এ প্রকল্পের প্রকল্প পরিচালক – যুগ্ম সচিব জহুরা খাতুন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম,  গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী এনএসআই এর উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা প্রমুখ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার’ রাজবাড়ী জেলাবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার  -প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

Update Time : 05:38:22 pm, Friday, 18 February 2022
রাজবাড়ীর গোয়ালন্দে প্রস্তাবিত ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ রাজবাড়ী জেলাবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ উপহার।
এটা চালু হলে প্রতিবছর অন্তত ১ হাজার তরুণ-তরুনী এখান থেকে ৬ মাস হতে ১ বছর মেয়াদি বিভিন্ন ডিপ্লোমা প্রশিক্ষণের সুযোগ পাবে। এতে করে তাদের আর ঢাকামুখী বা বিদেশমুখি হতে হবেনা। ঘরে বসেই ইউরোপ -আমেরিকার বড়বড় অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে পারবে। এর মাধ্যমে তাদের প্রচুর আয় হবে। বেকারত্ব দূর হয়ে এগিয়ে যাবে দেশ। এ ধরনের প্রকল্প ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজিব ওয়াজেদ জয়ের সুচিন্তার ফসল বলে তিনি মন্তব্য করেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর বালিয়াডাঙ্গা গ্রামে প্রস্তাবিত এ প্রকল্পটির জন্য ৫ একর জমি পরিদর্শনে এসে উপরোক্ত কথাগুলো বলেন। প্রকল্পটিতে ১৩১ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রস্তাবিত এ প্রকল্পের প্রকল্প পরিচালক – যুগ্ম সচিব জহুরা খাতুন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম,  গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী এনএসআই এর উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা প্রমুখ।