বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন গোয়ালন্দ উপজেলা শিল্পকলা একাডেমি। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ হলরুমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি আজিজুল হক খান, গোয়ালন্দ উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, যুগ্মসাধারণ সম্পাদক ফরিদা আক্তার, সাবেক সাধারন সম্পাদক নির্মল কুমার চক্রবর্তীসহ উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের অনন্যা নেতৃবৃন্দ।