রাজবাড়ীর বালিয়াকান্দি সাব রেজিস্ট্রি অফিসে জুয়ার আসর থেকে ঠিকাদার, বিএনপি নেতা ও ব্যবসায়ীসহ ৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) পুলিশ।
সোমবার (১৭ জুলাই) বিকেলে তাদেরকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়। এর আগে রবিবার রাতে বালিয়াকান্দি সাব রেজিস্ট্রি অফিসের রাজীব বিশ্বাস নামে এক মহুরীর দপ্তরে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আযম চুন্নু, বালিয়াকান্দি উপজেলার ব্যবসায়ী লিমন হাকিম, ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া, বালিয়াকান্দি বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক বদরুল আলম, বালিয়াকান্দি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট উজ্জ্বল দাস।
রাজবাড়ী কোর্ট ইন্সপেক্টর মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৫ জন জুয়াড়িকে আদালতে সোপর্দ করেছেন।