12:20 pm, Wednesday, 19 March 2025

মাগুরায় আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

মাগুরার সৈকত(আবাসিক) হোটেল থেকে ইব্রাহিম উদ্দিন নামে এক (৪৭) চাকুরীজীবির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে শহরের ঢাকা রোড এলাকায় অবস্থিত সৈকত হোটেলের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙে ওই কক্ষে প্রবেশ করে পুলিশ।

নিহত ইব্রাহীম উদ্দিন রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে ও ব্রাহ্মণবাড়িয়ার বিসিকে অবস্থিত তারা বিস্কুট নামের একটি কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)

সৈকত হোটেলের ব্যবস্থাপক মাসুদুল হক জানান, গতকাল সোমবার রাতে ওই ব্যক্তি কোম্পানির কাজে এসেছেন বলে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। খাবার খেয়ে রাত ১০টার দিকে কক্ষে ঢোকেন। সকালে ওই ব্যক্তির স্ত্রী মুঠোফোনে হোটেলের ব্যবস্থাপককে জানান, ইব্রাহীম উদ্দিনকে মুঠোফোনে পাওয়া যাচ্ছে না। এরপর জানালা দিয়ে হোটেলের লোকজন দেখতে পান, ওই ব্যক্তি বিছানায় শুয়ে আছেন। এমন পরিস্থিতিতে সদর থানার পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এব্যাপারে নিহত ইব্রাহীমের স্ত্রী নাসরিন আক্তারের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, তাঁর স্বামী কোম্পানির কাজে বিভিন্ন জেলায় ভ্রমণ করেন। সেভাবেই গতকাল মাগুরা এসেছিলেন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল তাঁর। কিন্তু সকাল আটটা থেকে মুঠোফোনে কল দিলেও পাচ্ছিলেন না। পরে হোটেলের ব্যবস্থাপককে ফোন করেন তিনি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙে আমরা ভেতরে প্রবেশ করে লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

মাগুরায় আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

Update Time : 05:40:56 pm, Tuesday, 12 September 2023

মাগুরার সৈকত(আবাসিক) হোটেল থেকে ইব্রাহিম উদ্দিন নামে এক (৪৭) চাকুরীজীবির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে শহরের ঢাকা রোড এলাকায় অবস্থিত সৈকত হোটেলের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙে ওই কক্ষে প্রবেশ করে পুলিশ।

নিহত ইব্রাহীম উদ্দিন রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে ও ব্রাহ্মণবাড়িয়ার বিসিকে অবস্থিত তারা বিস্কুট নামের একটি কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)

সৈকত হোটেলের ব্যবস্থাপক মাসুদুল হক জানান, গতকাল সোমবার রাতে ওই ব্যক্তি কোম্পানির কাজে এসেছেন বলে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। খাবার খেয়ে রাত ১০টার দিকে কক্ষে ঢোকেন। সকালে ওই ব্যক্তির স্ত্রী মুঠোফোনে হোটেলের ব্যবস্থাপককে জানান, ইব্রাহীম উদ্দিনকে মুঠোফোনে পাওয়া যাচ্ছে না। এরপর জানালা দিয়ে হোটেলের লোকজন দেখতে পান, ওই ব্যক্তি বিছানায় শুয়ে আছেন। এমন পরিস্থিতিতে সদর থানার পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এব্যাপারে নিহত ইব্রাহীমের স্ত্রী নাসরিন আক্তারের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, তাঁর স্বামী কোম্পানির কাজে বিভিন্ন জেলায় ভ্রমণ করেন। সেভাবেই গতকাল মাগুরা এসেছিলেন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল তাঁর। কিন্তু সকাল আটটা থেকে মুঠোফোনে কল দিলেও পাচ্ছিলেন না। পরে হোটেলের ব্যবস্থাপককে ফোন করেন তিনি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙে আমরা ভেতরে প্রবেশ করে লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।