11:52 pm, Tuesday, 18 March 2025

রূপপুরের মেশিনারী পণ্য নিয়ে মোংলা বন্দরে রুশ জাহাজ এম,ভি ইয়ামাল অরলান

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারী পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ান পতাকাবাহী বিদেশী বানিজ্যিক জাহাজ ‘এম,ভি ইয়ামাল অরলান। মঙ্গলবার দুপুরে বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়েছে এ জাহাজটি।

বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স ইন্টার পোর্ট শিপিং এজেন্সি লিঃ এর খুলনার ম্যানেজার অসীম কুমার সাহা জানান, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ২১২১মেট্রিক টন মেশিনারী পণ্য নিয়ে গত ৩১আগস্ট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এম,ভি ইয়ামাল অরলাম।

এ জাহাজটি মঙ্গলবার (৩অক্টোবর) দুপুর ১টায় মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটিতে থাকা ৬৬৮প্যাকেজের মেশিনারী পণ্য খালাসের কাজ শুরু হয় বিকেল থেকেই। খালাসকৃত এ পণ্যের অধিকাংশই সড়ক পথে আর স্বপ্ল মালামাল নদী পথে নেয়া হবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে।

এর আগে গত ১৬সেপ্টেম্বর রুপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিলো এম,ভি স্যাপোডিলা।#

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

রূপপুরের মেশিনারী পণ্য নিয়ে মোংলা বন্দরে রুশ জাহাজ এম,ভি ইয়ামাল অরলান

Update Time : 04:59:45 pm, Tuesday, 3 October 2023

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারী পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ান পতাকাবাহী বিদেশী বানিজ্যিক জাহাজ ‘এম,ভি ইয়ামাল অরলান। মঙ্গলবার দুপুরে বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়েছে এ জাহাজটি।

বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স ইন্টার পোর্ট শিপিং এজেন্সি লিঃ এর খুলনার ম্যানেজার অসীম কুমার সাহা জানান, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ২১২১মেট্রিক টন মেশিনারী পণ্য নিয়ে গত ৩১আগস্ট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এম,ভি ইয়ামাল অরলাম।

এ জাহাজটি মঙ্গলবার (৩অক্টোবর) দুপুর ১টায় মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটিতে থাকা ৬৬৮প্যাকেজের মেশিনারী পণ্য খালাসের কাজ শুরু হয় বিকেল থেকেই। খালাসকৃত এ পণ্যের অধিকাংশই সড়ক পথে আর স্বপ্ল মালামাল নদী পথে নেয়া হবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে।

এর আগে গত ১৬সেপ্টেম্বর রুপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিলো এম,ভি স্যাপোডিলা।#