মেধা মূল্যায়নে শালিখায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৪২:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
মেধার মান উন্নয়ন ও মূল্যায়ন করতে মাগুরার শালিখায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শালিখা উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে আড়পাড়া দারুস সুন্নাহ প্রি-ক্যাডেট একাডেমিতে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় স্বপ্ন ছোঁয়া আইডিয়াল একাডেমি, আদর্শ প্রি-ক্যাডেট স্কুল, দারুস সুন্নাহ ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা, আড়পাড়া মরিয়ম কিন্ডার গার্টেন ও স্কুল, বকশি আইডিয়াল একাডেমি, ট্রাস্ট ক্যাডেট একাডেমিসহ উপজেলার ৭টি প্রাইভেট প্রতিষ্ঠানের প্রাথমিক লেভেলের ১শ ৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মঙ্গলবার শুরু হওয়া এ বৃত্তি পরীক্ষাটি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। যেখানে বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ের উপর পরীক্ষা নেয়া হয়। বাৎসরিক অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা মোট শিক্ষার্থীর ২৫ শতাংশ শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়।
এবছর ট্যালেন্টপুলে ১৫ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ১০ জন শিক্ষার্থীসহ মোট ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। ছেলে-মেয়েদের মেধার মান উন্নয়ন ও মূল্যায়নের ক্ষেত্রে বৃত্তি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় অভিভাবকরা।
এমনই একজন অভিভাবক খাদিজা খাতুন তিনি বলেন, বৃত্তি পরীক্ষা একদিকে যেমন মেধা যাচাই করে অপরদিকে শিক্ষার্থীদের জন্য একটি আর্থিক সমর্থন যোগায় তাই আমি বলব যেসকল আয়োজকরা এ পরীক্ষার আয়োজন করেছেন তারা যেন এটা সুদূরপ্রসারী করেন।
উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ও আড়পাড়া দারুস সুন্নাহ প্রি-ক্যাডেট একাডেমীর পরিচালক মাওলানা ওহিদুর রহমান বলেন, আমাদের এসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছরই আমরা এই বৃত্তি পরীক্ষার আয়োজন করব যার মাধ্যমে শিক্ষার্থীদের মান উন্নয়নের পাশাপাশি আর্থিক সহযোগিতা প্রদান করা হবে যাতে করে শিক্ষার্থীরা তাদেরকে মূল্যায়ন করতে পারে এবং বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে।
তিনি আরো বলেন, আগামী বছর বাংলা, ইংরেজি ও গণিতের সাথে আরবি বিষয়টিও যোগ করা হবে।