সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুনামগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:১৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি মো. পারভেজ (২৯), সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সুনামগঞ্জ সদর থানার নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানে জব্দকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা।
অভিযানটি পরিচালনা করেন সুনামগঞ্জ ডিবি পুলিশের এসআই পলাশ চৌধুরী দিপন। তার সঙ্গে ছিলেন এসআই আজিজুল হক, এএসআই নুরুন্নবী মোড়ল এবং কনস্টেবল কাউছার আহমেদ।
সুনামগঞ্জ জেলা পুলিশ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।