রাজবাড়ীতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বাসযাত্রী আটক

রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মো. ফাহিম ফয়সাল ওরফে জিম (২২) নামে এক বাসযাত্রীকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রাজীব আল শরীফ ১৭ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১৫ ডিসেম্বর রাত ৮টা ৫ মিনিটে রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে এসআই মো. আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ এসবি সুপার ডিলাক্স নামের যাত্রীবাহী বাস (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৫-৩১২০) তল্লাশি চালান। এ সময় বাসের J-4 সিটের যাত্রী মো. ফাহিম ফয়সাল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে আমেরিকান ডলার, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, দুবাই দিরহাম, অস্ট্রেলিয়ান ডলার, ইউরো, কুয়েতি দিনার, বাহরাইনি মুদ্রা, সিঙ্গাপুরি ডলার, ব্রুনাই ডলার, কাতারের মুদ্রা ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মুদ্রার মোট মূল্য প্রায় ৩৭ লাখ টাকা।

গ্রেপ্তারকৃত ফাহিম ফয়সাল কুষ্টিয়ার মো. আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি (১)(বি) ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজবাড়ীতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ বাসযাত্রী আটক

আপডেট সময় : ০৩:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মো. ফাহিম ফয়সাল ওরফে জিম (২২) নামে এক বাসযাত্রীকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রাজীব আল শরীফ ১৭ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১৫ ডিসেম্বর রাত ৮টা ৫ মিনিটে রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে এসআই মো. আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ এসবি সুপার ডিলাক্স নামের যাত্রীবাহী বাস (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৫-৩১২০) তল্লাশি চালান। এ সময় বাসের J-4 সিটের যাত্রী মো. ফাহিম ফয়সাল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

আটকের সময় তার কাছ থেকে আমেরিকান ডলার, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, দুবাই দিরহাম, অস্ট্রেলিয়ান ডলার, ইউরো, কুয়েতি দিনার, বাহরাইনি মুদ্রা, সিঙ্গাপুরি ডলার, ব্রুনাই ডলার, কাতারের মুদ্রা ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মুদ্রার মোট মূল্য প্রায় ৩৭ লাখ টাকা।

গ্রেপ্তারকৃত ফাহিম ফয়সাল কুষ্টিয়ার মো. আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি (১)(বি) ধারায় মামলা রুজু করা হয়েছে।