সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে ছাত্রলীগ-যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি
জেলা প্রতিনিধি, রাজবাড়ী
- আপডেট সময় : ০৪:১৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ৮ বার পড়া হয়েছে
রাজবাড়ীর বিভিন্ন উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে যুবদল। মিছিল শেষে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এরপর জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল (ভিপি বকুল)-এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মনোয়ার হোসেন মিন্টু, এসএম কাওসার মাহমুদ, সদর উপজেলা যুবদল আহ্বায়ক, আব্দুল্লাহ আল মামুন সম্রাট, পাংশা উপজেলা যুবদল আহ্বায়ক, আরিফুল ইসলাম আরিফ, গোয়ালন্দ উপজেলা যুবদল আহ্বায়ক ফারুক দেওয়ান, বালিয়াকান্দি উপজেলা যুবদল আহ্বায়ক মিজানুর রহমান মিজান, কালুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব ডা. জাকির হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শামছুল আলম খান রানা, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম খায়রু, পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহম্মেদ গিটার প্রমূখ।
এসময় বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীর সন্ত্রাসী কর্মকাণ্ড রাজবাড়ীতে ব্যাপকভাবে বেড়েছে।
বক্তারা দাবি করেন, সংগঠনগুলোর হাতে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে, যা দিয়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
তাদের দাবি, অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা, অস্ত্র উদ্ধার এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।