রোকেয়া দিবসে ৪ নারী পেলো “জয়ীতা সংবর্ধনা”
- আপডেট সময় : ১২:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
বেগম রোকেয়া দিবস উদযাপন-২৪ উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় খাগড়াছড়ি জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৪ মহিয়সী নারীকে ‘জয়িতা’ সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুস্মিতা খীসা সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাহিদ কামাল, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ সহ অন্যান্য অতিথি।
এ সময় ৪ মহিলাকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। সংবর্ধিত ‘জয়িতা’ নারীরা হলেন:
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী তাসলিমা আক্তার বিথী, শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনকারী প্রত্যাশা চাকমা, সফল জননী নারী বিপুলা চাকমা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী ক্রাঞো মারমা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম রোকেয়া নারী শিক্ষা এবং নারী-পুরুষ সমান অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। বক্তারা নারীর প্রতি সকল ধরনের বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে নারী-পুরুষ ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানান।