গোয়ালন্দে এসিল্যান্ডের হস্তক্ষেপে কিশোরীর বাল্যবিয়ে বন্ধ
- আপডেট সময় : ১১:১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ ২২২ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো এক কিশোরী। বুধবার (২২ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার উজানচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার উজানচর ইউনিয়নের গফুর মন্ডল পাড়া গ্রামের মো. বাবুল মোল্লার ছেলের সঙ্গে পূর্ব উজানচরের মো. শাহিন সরদারের কন্যার বিয়ের প্রস্তুতি চলছিল।
খবর পেয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন।
এসময় তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ধারা ৫ (১) মোতাবেক ছেলে ও কনে পক্ষকে ৫হাজার টাকা জরিমানা ও বাল্যবিয়ে না দেবার শর্তে উভয় পক্ষ থেকে মুচলেকা গ্রহণ করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, বাল্যবিয়ের গোপন সংবাদ পেয়ে আমি কনের বাড়ীতে উপস্থিত হই। ঘটনা নিশ্চিত হওয়ার পর ওই কনের বাবার কাছ থেকে ভবিষ্যতে বয়স পূর্ন না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেবার শর্তে লিখিত অঙ্গিকার নেয়া হয়। বাল্যবিয়ে বন্ধে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।