কালুখালীতে রাস্তা নির্মাণে বিরোধ, আহত ৫
- আপডেট সময় : ০৭:০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ ৩০০ বার পড়া হয়েছে
রাজবাড়ীর কালুখালী উপজেলায় রাস্তা নির্মাণের বিরোধে ৫ জন আহত হয়েছে।
শুক্রবার দুপুরে কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নের হামরাট এলাকায় এই বিরোধের সূচনা হয়।
বিরোধে আহতরা হলেন, কামরুল ইসলাম, নজরুল ইসলাম,আমিরুল ইসলাম, রাইমুন নেছা ও লুকমান হোসেন। এদেরকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কামরুল ইসলাম জানায়, মাঠের কৃষি ফসল আনার সুবিধার্থে তাদের বাড়ীর পাশ দিয়ে একটি নতুন রাস্তা নির্মাণ হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী ওই রাস্তা নির্মাণের জন্য তাদেরকে জমি দিতে বলে। তারা এলাকাবাসীর কথায় রাজী হয়ে ওই রাস্তা নির্মাণের জমি প্রদান করে। এতে ক্ষিপ্ত হয় একই গ্রামের ফরিদা পারভীন, তার পুত্র ইতি ও ইফাত। কারন তারা রাস্তা নির্মাণের পক্ষে ছিলো না। এই ৩ জনই অতর্কিত হামলা চালিয়ে আমাদের ৫ জনকে আহত করে।
নব নির্বাচিত স্থানীয় ইউপি সদস্য আ. মজিদ জানায়, জন স্বার্থে রাস্তাটি তৈরি হচ্ছে। এই কাজের জমিদাতাদের আহত করা নিন্দনীয় ঘটনা। রাস্তাটি এলাকার কৃষকদের কৃষি ফসল আনা নেওয়ার জন্য তৈরি হচ্ছে বলে জানালেন ইউপি সদস্য আ. মজিদ ।
এ ব্যাপারে কালুখালী থানায় অভিযোগ দায়ের হয়েছে।