কালুখালীতে মুক্তিযোদ্ধার বাড়ী দখলের পায়তারা
- আপডেট সময় : ০৫:৫৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ ১৬৫ বার পড়া হয়েছে
রাজবাড়ীর কালুখালী উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আ: খালেক মন্ডলের বসত বাড়ী দখলের পায়তারা করছে কতিপয় লোক। প্রতিনিয়তই তারা ওই প্রবীন মুক্তিযোদ্ধাকে নাজেহাল করছে। করছে নানাভাবে লাঞ্চিত।
মুক্তিযোদ্ধা আ: খালেক মন্ডলের বসত বাড়ী কালুখালীর রতনদিয়া ইউনিয়নের রুপসা গ্রামে। ৭০বছর তিনি একই বাড়ীতে বসবাস করছেন। বাড়ীর আঙ্গিনায় নিজ হাতে রোপন করেছেন আম, কাঠাল, মেহগনিসহ নানা প্রজাতির ফল ও কাঠের গাছ। এসব তার কাছে অতীত স্মৃতি। এক লম্বা জীবনের গল্প। সেই গল্পে আজ ৭০ বছর পর এক অশুভ শক্তির থাবা। স্বাধীনতার ৫০ বছর পর যেমনটি করছে দেশের স্বাধীনতা বিরোধীরা, তেমটিই যেন হচ্ছে প্রবীন এই যুক্তিযোদ্ধার উপর। মুক্তিযোদ্ধা আ: খালেক মন্ডল উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি। তিনি নানা সামাজিক কর্মকান্ডে জড়িত।
তিনি জানান,দীর্ঘদিন ধরে রুপসা গ্রামের আ: কাদের, আ: ছাত্তার, ওমর ফারুক, সাদেকুর রহমান ও বিল্লাল হোসেন আমাকে নাজেহাল করছে। গতবছর ২৮ মার্চ এরা আমার জমিতে রোপনকৃত ১৬ টি মেহগনি গাছ আগুন দিয়ে পুড়িয়ে মারে। চলতি মাসের ৯ তারিখে ক্ষেতের রোপনকৃত মোটর কলই লাঙ্গল চষে নষ্ট করে। এবার এরা আমার বসতবাড়ী দখলের পায়তারা করছে। আজ স্বাধীনতার ৫০বছর পর যেখানে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কেন নাজেহাল হতে হচ্ছে। কেন আমার বাড়ী দখলের পায়তারা চলছে। মুক্তিযোদ্ধা খালেক বসত বাড়ী দখলের পায়তারা ও নাজেহালকারীদের সুবিচার দাবী করেছেন।
অভিযুক্ত আ: কাদের জানান.সার্ভেয়ার এসে পরিমাপের পর বলেছে জমিটি তাদের। তবে তিনি পরিমাপের কোন প্রতিবেদন দেখাতে পারেননি।