সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক-১
মাসুদ রানা মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৬:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ ২১৯ বার পড়া হয়েছে
সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ৮০০ গ্রাম গাঁজা ও একটি মোটর সাইকেলসহ মো. মনির হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের অধিনস্ত বিসিজি স্টেশান কৈখালীর একটি টহল দল।
২৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম তানজিমুল ইসলাম মজুমদার, বিএন। এর আগে গত সোমবার বিকাল পৌনে পাঁচটায় হরিনগর ওশান শ্রীম্প হ্যাচারী সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি স্টেশান কৈখালীর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন হরিনগর ওশান শ্রীম্প হ্যাচারী সংলগ্ন এলাকা থেকে ২৭ ডিসেম্বর সোমবার বিকালে ৮০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম মো. মনির হোসেন । আটককৃত ব্যাক্তি শ্যামনগর উপজেলার উপজেলার হরিনগর গ্রামের শহিদুর ইসলামের ছেলে। আটক মনির হোসেন দীর্ঘদিন ধরেই ইয়াবা গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচার সাথে জড়িত বলে স্থানীয়রা কোস্টগার্ড সদস্যদের অবহিত করেছেন। জব্দকৃত গাঁজা ও মোটর সাইকেলসহ আটক মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।