ঘিওরে ইউপি নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থী নয় কেন্দ্রে ছয় ভোট!
- আপডেট সময় : ০৬:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ ১৬০ বার পড়া হয়েছে
ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাসিন্দা গাজীউর রহমান পেশায় একজন পশু চিকিৎসক। শুভাকাঙ্খিদের চাপাচাপি আর নিজের ইচ্ছায় দাঁড়িয়েছিলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে। কিন্তু ভোটের ফলাফলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রে তার প্রাপ্ত ভোট মাত্র ছয়। শুধু তাই নয়, নয়টি কেন্দ্রের ৫টি কেন্দ্রে রজনীগন্ধা প্রতীকে একটিও ভোটই পাননি গাজীউর রহমান। চারটি কেন্দ্রে ছয় ভোট নিয়ে এলাকায় ব্যাপক রসাত্বক আলোচনা বইছে। প্রার্থীর নিকটতম কোন আত্বীয় স্বজন নয় শুভাকিাঙ্খিরাই দিয়েছে তার ভোট গুলো। অবশ্য তার ভোট ছিলো বলে প্রার্থী স্বিকার করেন।
গত ২৬ ডিসেম্বর ছিল চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন। উপজেলার পয়লা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী গাজীউর রহমান (রজনীগন্ধা) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনের ফলাফলে জানা যায়, তিনি পুরো ইউনিয়নে পেয়েছেন মাত্র ছয় ভোট।
পয়লা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হারুন অর রশিদ ৬১৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্দ্র প্রার্থী শফিকুল ইসলাম মৃধা পেয়েছেন ৩৫৯২ ভোট। ৭ জন প্রার্থীর মধ্যে সর্বনিম্ন ভোট পেয়েছেন গাজীউর রহমান। এতে ওই প্রার্থী তার জামানত হারিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ ফেরদৌসী বেগম এই ফলাফলের সত্যতা নিশ্চিত করে জানান, পয়লা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন গাজীউর রহমান। তার প্রতীক ছিল রজনীগন্ধা। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৬।
এ বিষয়ে মুঠোফোনে প্রার্থী গাজীউর রহমান বলেন, আমি কত ভোট পেয়েছি, তা আমার জানা নেই। চেষ্ট করতে করতে একদিন জয় হবে !
এলাকাবাসী জানান, এলাকায় তার ছিল কিছু পোস্টার। চোখে পরার মতো প্রচারণাও ছিলো । কিন্তু কেন তিনি এমন কম ভোট পেলেন তা জানা নেই। শুধু ঘিওর নয় মানিকগঞ্জ জেলাতেও ইতিপূর্বে কোন চেয়ারম্যান প্রার্থী এতো কম সংখ্যক ভোট পাননি বলে জানান স্থানীয়রা।