সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে ৫মাদকসেবীর কারাদন্ড
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৫:২৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২ ২২৭ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে ৫ মাদকসেবীকে হেরোইন সেবনরত অবস্থায় গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১লা জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান এর তত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত মাদকসেবীরা হলো, ফরিদপুর জেলার ঈশান গোপালপুর ইউনিয়নের মো. আলী শেখের ছেলে মো. ইমামুল শেখ (২১), গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের মো. লিয়াকত কাজীর ছেলে হেদায়েত কাজী (৩৫), দৌলতদিয়া বাহিরচর এলাকার মো. আলী নুর হোসেন এর ছেলে সাফায়াত হোসেন জয় (৩০), দৌলতপুর থানার চর খলসি গ্রামের মো. বজর শেখ এর ছেলে মো. ইমদাদুল ইসলাম (৩২) এবং একই এলাকার বদর উদ্দিন শেখ এর ছেলে মো. রফিকুল ইসলাম (৪৫)।
আটককৃত মাদকসেবীর প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতে ৩মাস করে কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে এই মাদকসেবীদেরকে আটক করা হয়। গোয়ালন্দ উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।