সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
মোংলায় শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিনেই হাতে পেল নতুন বই
মাসুদ রানা মোংলা (বাগেরহাট)
- আপডেট সময় : ০৫:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২ ১৮১ বার পড়া হয়েছে
মোংলায় নতুন বছরে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে তুলে দেয়া হয়েছে সরকারি নতুন বই। এ বছর করোনাভাইরাসের কারণে অন্য বছরের মতো বই উৎসব ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষেই এ বই বিতরণ কার্যক্রম হয়েছে।
দীর্ঘদিন পর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পেরে এবং নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে স্কুল গুলোতে সীমিত আকারে বই বিতরণ হয়েছে।
সরকারি ছুটির দিন মোংলার বিভিন্ন স্কুলে গিয়ে দেখা যায় প্রাথমিক শাখার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন স্কুলের শিক্ষকরা। নতুন বই নিতে অধিকাংশ শিক্ষার্থী স্কুলে হাজির হয়েছিল দীর্ঘ ১০মাস পর। সঙ্গে এসেছিলেন অভিভাবকরা।
শিক্ষার্থীরা জানায়, করোনা মহামহারীর মধ্যেও নতুন বই হাতে পেয়ে ভালো লাগছে। পড়াশোনার অনেক ক্ষতি হলেও নতুন করে শুরু করতে চায় এ স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আরো জানায়, অনেক দিন পর সব বন্ধুদের সাথে দেখা হয়েছে; সাথে নতুন বই পেয়ে খুব ভালো লাগছে।
বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা বলেন, ২০২১ সালে বাচ্চাদের হাতে আমরা যে নতুন বই দিতে পারব-এটা যেমন বাচ্চারা ভাবতে পারেনি, তেমনি আমরাও ধারণা করতে পারিনি। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। বাচ্চারাও অনেক খুশি হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নতুন বই বিতরণের কার্যক্রম হয়েছে। বই নিয়ে শিশুরা নিজ নিজ ঘরে ফিরেছে।
এছাড়াও মোংলা অন্যান্য প্রাথমিক ও মাধ্যমিক স্কুলসহ ইবতেদায়ী মাদ্রাসাতেও বই বিতরণ হয়েছে। এসময় মোংলা উপজেলার নির্বাহী কর্মকতা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ শিক্ষক শিক্ষীকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।