পাংশায় আওয়ামীলীগ ও সতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে গুলিবর্ষণ ও অফিস ভাংচুরের পাল্টাপাল্টি অভিযোগ
- আপডেট সময় : ০৯:২৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২ ১৪৬ বার পড়া হয়েছে
রাজবাড়ী পাংশার পাট্টায় নৌকা প্রার্থী মোঃ আব্দুর রব মুনার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে
তবে এ ঘটনার অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী আব্দুর রব মুনা পাল্টা অভিযোগ করেন সতন্ত্র প্রার্থীর এজেন্ট সিন্টুর বিরুদ্ধে। তারা নিজেরাই গুলিবর্ষন ও নিজেদের অফিস ভাংচুর করে নৌকার ওপর দায় চাপাতে চায়ছে বলে অভিযোগ করেন তিনি।
শুক্রবার বিকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত কয়েক দফায় এ হামলা হয়। এদিকে ঘটনার পর উভয় পক্ষই মৌখিক ভাবে নির্বাচন কমিশনসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করেছেন।
সতন্ত্র প্রার্থী বরকতের প্রধান নির্বাচনী এজেন্ট মোঃ সাঈদুর রশিদ সিন্টু বলেন, গতকাল (৩১ ডিসে
তিনি আরও বলেন, নৌকার প্রার্থীর কোন জনপ্রিয়তা নাই। এতে ভীতি হয়ে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে হামলা, মামলা ও গুলির মত ঘটনা ঘটানো হচ্ছে। সুষ্ঠ স্বাভাবিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে, আর জনগন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে সতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান বরকত বিজয়ী হবে।
নৌকা প্রার্থী মো. আব্দুর রব মুনা বলেন, সতন্ত্র প্রার্থী বরকতের মাঠে কোন ভোট নাই। আর সঙ্গে কিছু সন্ত্রাসী ও পাগল যুক্ত হয়েছে। যারা নিজেরাই গুলির মত ঘটনা ও অফিস ভাংচুর করে তাদের বিরুদ্ধে অভিযোগ করছে। যা সম্পূর্ণ মিথ্যা। তিনি বর্তমান চেয়ারম্যান। অবহেলিত ইউনিয়েনের রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়ন করেছেন। যে কারণে জনগণ তাকে ভালবাসে। এবং এবারের নির্বাচনে নৌকা ৮০ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করবে।
পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, পাট্টার উভয় পক্ষ থেকেই অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, পাট্টা ইউপিতে হাসিবুর রহমান বরকত (মোটর সাইকেল), আব্দুর রব মুনা বিশ্বাস (নৌকা), রাজদুল ইসলাম (ঘোড়া), গোলাম মোস্তফা ললু (আনারস)সহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ৫ম দফা ইউপি নির্বাচনের আগামী ৫ জানুয়ারী পাংশার ১০ ইউপিতে ভোট গ্রহন।