পাংশায় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করায় প্রার্থীর সমর্থকদের জরিমানা
- আপডেট সময় : ০৫:৩৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২ ১৫৯ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেঢ মোহাম্মাদ আলী শনিবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্তু উপজেলার পাট্টা, কলিমহর ও সরিসা ইউনিয়ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। ৫ম ধাপের এ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীর কর্মী সমর্থকেরা আচরণ বিধি ভঙ্গ করায় তাদের অর্থ দন্ড প্রদান করেন।
এ সময় ইউএনও মোহাম্মাদ আলী মোবাইল কোর্ট পরিচালনা করে ৩জন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকগণকে আচরণ বিধি লংঘনের দ্বায়ে ১৭ হাজার টাকা জড়িমানা করেছেন। একই দিনে উক্ত ইউনিয়ন সমুহের সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ০৭ টি মামলায় ৩হাজার ৩শত টাকা জড়িমানা করেছেন।
অপরদিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপুল শিকদার উপজেলার বাহাদুরপুর এবং হাবাসপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচন (আচরণ) বিধিমালা ২০১৬ অনুযায়ী একটি মামলায় ৫ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী তিনটি মামলায় সর্বমোট ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগীতা করেন পাংশা মডেল থানা পুলিশের সেকেন্ট অফিসার এস আই মো. হুমায়ুন রেজাসহ সঙ্গীয় পুলিশ দল। নির্বাচনকে সামনে রেখে এমন অভিযান সাধুবাদ জানিয়েছেন পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ ভোটারগন।