মানিকগঞ্জে ২য় ব্যাচের শিক্ষানবিশ চিকিৎসকদের সংবর্ধনা
- আপডেট সময় : ০৪:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২ ২১৮ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রশিক্ষণরত কর্নেল মালেক মেডিকেল কলেজের ২য় ব্যাচের শিক্ষানবিশ চিকিৎসকদের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়।
গত ২ জানুয়ারী সন্ধ্যা ৭টায় সিভিল সার্জন অফিস মিলনায়তনে জেলার শ্রেষ্ঠ ইউএইচএফপিও ও শ্রেষ্ঠ ভ্যাক্সিন বান্ধব পুরষ্কার প্রাপ্ত জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও বিএমএ সেন্ট্রাল কাউন্সিলর ডা. মো. লুৎফর রহমানের একক উদ্যোগে শিক্ষানবিশ চিকিৎসকদের এই সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতি সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও ১০০শয্যা কোভিড ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. কাজী এ.কে.এম.রাসেলের সঞ্চালণায় এসময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন কর্নেল মালেক মেডিকেল কলেজ মানিকগঞ্জ এর অধ্যক্ষ ডাঃ মোঃ জাকির হোসেন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশ্বাদ উল্লাহ, কেন্দ্রীয় বিএমএ উপ-কমিটির সদস্য ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের রেজিস্ট্রার ডা. শিশির সিক্ত সরকার, ১০০ শয্যা কোভিড ডেডিকেটেড হাসপাতালের মুখ্য সমন্বয়ক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মানবেন্দ্র সরকার মানব, জাতীয় কিডনী ইনস্টিটিউট ও হাসপাতালের সহ. রেজিষ্ট্রার ডা. মো. শাহাদাৎ হোসেন, মেডিকেল অফিসার ডা. এম ওয়ালীউল্লাহ আসিফ, নার্সিং সুপার ভাইজার আনিসুর রহমান ভুইয়া সহ বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন মানিকগঞ্জ এর নেতৃবৃন্দ।
এসময় নবগঠিত ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) এর সভাপতি ডা. ওলী আহমেদ এবং সাধারণ সম্পাদক ডা. মুহাতাসিম আলভী তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানের আয়োজক ও সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য প্রদান করেন সিভিল সার্জন(ভারপ্রাপ্ত) ডা. মো. লুৎফর রহমান। এসময় নবগঠিত ইচিপ কমিটির পরিচিতি সহ প্রত্যেক শিক্ষানবীশ চিকিৎসককে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।