পাংশার কসবামাজাইল ও মাছপাড়াতে নির্বাচন পরবর্তী সংহিসতায় অন্তত ১৫জন আহত
- আপডেট সময় : ১০:২০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২ ১৫২ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৫ জানুয়ারী। নির্বাচনের পর থেকেই বিভিন্ন স্থানে বিজয়ী প্রার্থীর লোকজনের উপর হামলার ঘটনা ঘটছে। কোথাও কোথায় পরাজিত প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলা করা হচ্ছে। শুক্রবার বিকালে উপজেলার কসবামাজাইল ইউনিয়নে বিজয়ী প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদের কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৮জন আহত হয়েছে তারা পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । অপর দিকে শুক্রবার সকালের দিকে মাছপাড়া ইউনিয়নে বিজয়ী ইউপি সদস্য মুন্তাজ আলীর কর্মীরা পরাজিত প্রার্থীর কর্মী সমর্খকদের বাড়ীতে হামলার ঘটনা ঘটিয়েছে, এ ঘটনায় উভয় পক্ষে অন্তত ৬জন আহত হয়েছে, আহতদের মধ্যে ২ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কসবামাজাইল ইউনিয়নে নৌকা প্রার্থীর কর্মী জিকু খান, মসলেম মন্ডল, মুকুল হোসেন, মতিকুল, মনোয়ার, ওহিদুল নামের ব্যাক্তিরা চিকিৎসাধীন অবস্থায় জানান-বিকালে অর্তকৃত ভাবে কসবামাজাইল নতুন বাজার এলাকা থেকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. রাকিবুল ইসলামের লোকজন দেশীও অস্ত্রস্বস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। অপর দিকে রাকিবুল ইসলামের ৩ কর্মীকে আগে মারধর করা হয়েছে বলে জানান রাকিবুল ইসলাম। পাংশা থানার ডিউটি অফিসার জানান এ ঘটনায় এখন পর্যন্তু কেউ লিখিত অভিযোগ দেননি থানায় ।