সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
মোংলায় হঠাৎ করোনার উর্ধগতি
মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)
- আপডেট সময় : ০৮:৪২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২ ১৮৩ বার পড়া হয়েছে
হঠাৎ করে মোংলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার। বর্তমানে এখানে এ সংক্রমণের গড় হার শতকরা ৩১ ভাগ। গেল সপ্তাহ থেকে এখানে এই সংক্রমণ উর্ধগতিতে। চলতি সপ্তাহেও তা ক্রমান্বয়ে বাড়ছে।
করোনা উপসর্গ নিয়ে সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন নমুনা পরীক্ষা করিয়েছেন। তাদের মধ্যে ৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর আগে রবিবার ৭ জনে ২ জন ও শনিবার ৪ জনে ৩ জনের করোনা পজেটিভ হয়।
মোংলার সরকারী এ হাসপাতালে করোনা পরীক্ষা ও নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত ষ্টাফ মো. মহিউদ্দিন খাঁন তিতাস বলেন, বর্তমান করোনার বাস্তব অবস্থা খুবই ভয়াবহ। হঠাৎ করে করোনা সংক্রমণের হার মারাত্মকভাবে বেড়ে গেছে। কিন্তু সেই অনুযায়ী বিধি নিষেধ প্রতিপালনের বালাই নেই এখানে। এক্ষেত্রে মাঠ প্রশাসনের কঠোর হওয়া প্রয়োজন।