সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:০০:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২ ১৬৫ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে “পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন-প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পশুপ্রাণী পালনে সফলতা ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রæয়ারি) সকাল ১০ টায় উপজেলা কোর্ট চত্বর মাঠে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
প্রাণী সম্পদ প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, জেলা প্রাণী সম্পদ দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম তালুকদার, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমূখ।
প্রদর্শনী শেষে ৪টি ক্যাটাগরিতে ১ম,২য়,ও ৩য় স্থান অধিকারী ও ২৮ টি স্টলের অংশগ্রহনকারী সকলের মধ্যে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা।