সরকার অবহেলিত এলাকার উন্নয়নের প্রতি আন্তরিক -জিল্লুল হাকিম এমপি
- আপডেট সময় : ০৮:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২ ১৩৩ বার পড়া হয়েছে
রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জিল্লুল হাকিম বলেছেন, সরকার অবহেলিত এলাকার মানুষের উন্নয়নের প্রতি আন্তরিক। তিনি বলেন, লোক মুখে গুজব রয়েছে এই সরকারের আমলে বানজানা এলাকায় উন্নয়নমূলক কাজ হয়নি। আজ (রবিবার) বানজানায় সাইক্লোন সেন্টার নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে তা অসার প্রমানিত হলো। তিনি বলেন,বানজানার রাস্তাঘাট সহ সব ধরনের উন্নয়ন সরকারের পরিকল্পনায় রয়েছে।
জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো:জিল্লুল হাকিম গতকাল রবিবার দুপুরে কালুখালী বানজানা এলাকায় সাইক্লোন সেন্টার নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন (মোবাইল ফোনে)শুভ উদ্বোধনকালে এসব কথা বলেন।
কালুখালী উপজেলা প্রশাসন আয়োজিত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান নবাব, জেলা পরিষদ সদস্য খাইরুল ইসলাম খায়ের,সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী,মুক্তিযোদ্ধা আকামত আলী,রফিকুল ইসলাম বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।