০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে মারধর ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে মারধর ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার।

গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নে বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর ও চাঁদা দাবির অভিযোগে শরীফুল ইসলাম নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের জগৎপুর গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গোয়ালন্দ উপজেলা কার্যালয় সূত্র জানায়, ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ চলছে। দরপত্রের মধ্যে প্রায় ছয় মাস আগে ঢাকার মের্সাস অমি ইন্টারন্যাশনাল কাজটি পায়। চারতলা ফাউন্ডেশনের ভিত্তিতে তিনতলা পর্যন্ত কাজ হবে।

অমি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক সৈয়দ আলী আরিফ বলেন, দরপত্র আহবান করলেও সীমানা জটিলতার কারণে কাজ শুরু করতে দেরি হয় এবং গত অক্টোবর থেকে কাজটি শুরু হয়। তখন থেকেই কাজের দায়িত্বে থাকা কারিগরি ব্যবস্থাপক রবিউল ইসলামের কাছে বারবার শরীফুল ইসলাম চাঁদা দাবি করে আসছিলেন। গত রোববার (২২ জানুয়ারী) রবিউল ইসলামের সাথে তিনি স্কুলে গেলে শরীফুলসহ ছয়জন তিনটি মোটরসাইকেলে এসে পিস্তল ঠেকিয়ে তাঁদের কাছে তিন লাখ টাকা এবং দৈনিক এক হাজার করে টাকা দাবি করেন। টাকা না দিলে কাজ বন্ধ করে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এর পর ওইদিন বিকেলে স্থানীয় পেশকার এলাকায় শরীফুল লোকজন নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে কিল-ঘুষি ও লাত্থি মেরে আহত করেন তাদের। সেখান থেকে তারা স্থানীয়দের সহায়তায় স্কুলের দিকে চলে যান। সেখানেও তাঁরা হামলা চালায়। একপর্যায়ে জীবন রক্ষার্থে পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন তারা। পরে পুলিশ এসে তাঁকে ও কারিগরি ব্যবস্থাপক রবিউল ইসলামকে উদ্ধার করে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ জানান, চাঁদাবাজি করার জন্য কাউকে ছাত্রলীগের পদ দেওয়া হয়নি। যদি কেউ এমন কিছু করে থাকেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। তদন্ত করে শরীফুল হাওলাদারের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শরীফুল ইসলামকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সৈয়দ আলী আরিফ বাদী হয়ে রাতেই শরীফুলসহ ছয়জনের নাম উল্লেখ করে করে একটি চাঁদাবাজি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তরে পুলিশ কাজ করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফিনল্যান্ড 5 বছরের কাজের ভিসা | ফিনল্যান্ডে দক্ষ এবং অদক্ষ চাকরি নিয়োগ এপ্রিল-মে 2024 এখনি এপ্লাই করুন.

গোয়ালন্দে মারধর ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Update Time : ০৬:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩

গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নে বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর ও চাঁদা দাবির অভিযোগে শরীফুল ইসলাম নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের জগৎপুর গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গোয়ালন্দ উপজেলা কার্যালয় সূত্র জানায়, ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ চলছে। দরপত্রের মধ্যে প্রায় ছয় মাস আগে ঢাকার মের্সাস অমি ইন্টারন্যাশনাল কাজটি পায়। চারতলা ফাউন্ডেশনের ভিত্তিতে তিনতলা পর্যন্ত কাজ হবে।

অমি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক সৈয়দ আলী আরিফ বলেন, দরপত্র আহবান করলেও সীমানা জটিলতার কারণে কাজ শুরু করতে দেরি হয় এবং গত অক্টোবর থেকে কাজটি শুরু হয়। তখন থেকেই কাজের দায়িত্বে থাকা কারিগরি ব্যবস্থাপক রবিউল ইসলামের কাছে বারবার শরীফুল ইসলাম চাঁদা দাবি করে আসছিলেন। গত রোববার (২২ জানুয়ারী) রবিউল ইসলামের সাথে তিনি স্কুলে গেলে শরীফুলসহ ছয়জন তিনটি মোটরসাইকেলে এসে পিস্তল ঠেকিয়ে তাঁদের কাছে তিন লাখ টাকা এবং দৈনিক এক হাজার করে টাকা দাবি করেন। টাকা না দিলে কাজ বন্ধ করে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এর পর ওইদিন বিকেলে স্থানীয় পেশকার এলাকায় শরীফুল লোকজন নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে কিল-ঘুষি ও লাত্থি মেরে আহত করেন তাদের। সেখান থেকে তারা স্থানীয়দের সহায়তায় স্কুলের দিকে চলে যান। সেখানেও তাঁরা হামলা চালায়। একপর্যায়ে জীবন রক্ষার্থে পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন তারা। পরে পুলিশ এসে তাঁকে ও কারিগরি ব্যবস্থাপক রবিউল ইসলামকে উদ্ধার করে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ জানান, চাঁদাবাজি করার জন্য কাউকে ছাত্রলীগের পদ দেওয়া হয়নি। যদি কেউ এমন কিছু করে থাকেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। তদন্ত করে শরীফুল হাওলাদারের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শরীফুল ইসলামকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সৈয়দ আলী আরিফ বাদী হয়ে রাতেই শরীফুলসহ ছয়জনের নাম উল্লেখ করে করে একটি চাঁদাবাজি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তরে পুলিশ কাজ করছে।