রাজবাড়ীর বালিয়াকান্দিতে চিকিৎসার নামে তরুনী (১৬) কে অচেতন করে ধর্ষণ ও বিয়ে দেওয়ার পর মোবাইলে ধর্ষণের হুমকি দেওয়ায় মো. মমিন মন্ডল (৪২) নামে এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।
সে বালিয়াকান্দি উপজেলার খাসকান্দি (দোপপাড়া) গ্রামের সাদেক মন্ডলের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলার জামালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সুত্রে জানাগেছে, মমিন মন্ডল একজন কবিরাজী চিকিৎসক ও পূর্ব পরিচিত হওয়ায় তরুনী অসুস্থ থাকায় তাকে দিয়ে চিকিৎসা করান। এ সুযোগে চিকিৎসার নামে ঔষধ জাতীয় খাবার খাওয়াতো এবং তাৎক্ষনিক ভাবে অচেতন হয়ে পড়তো। এভাবে বাড়ীর সবার চোঁখের আড়ালে দীর্ঘদিন যাবৎ ধর্ষণ করে আসছে। গত ২০২২ সালের ১০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার সময় তরুনীর মা পারিবারিক কাজে থাকার সুযোগে তাকে ঔষধ খাইয়ে অচেতন করে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। বিষয়টি পরিবারের লোকের অজানা থাকায় গত ২ মাস পূর্বে তরুনীকে পাংশায় পারিবারিক ভাবে বিয়ে দেন। বিয়ের পর মাঝে মধ্যেই কবিরাজ মমিন মন্ডল তরুনীকে মোবাইল ফোনের মাধ্যমে পুনরায় তার সাথে শারিরিক সম্পর্ক স্থাপনের জন্য ভয়ভীতি দেখিয়ে আসছে। বিষয়টি পরিবারের লোকদের জানালে এ ঘটনায় গত ৮ জুন তরুনীর পিতা বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার এসআই মোঃ নাসির উদ্দিন বলেন, বালিয়াকান্দি উপজেলার জামালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।