বঙ্গবন্ধুর দেয়ালচিত্র ভাঙচুর করলো বিএনপি
- আপডেট সময় : ১১:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরের জামালখানে সমাবেশে যোগ দিতে যাবার পথে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে বানানো কাঁচের তৈরি বঙ্গবন্ধুর দেয়ালচিত্র ও সৌন্দর্যবর্ধক কিছু স্থাপনা ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা।
বুধবার বিকেলে ডা. খাস্তগীর স্কুলের সীমানা প্রাচীরে বসানো এসব দেয়ালচিত্র ভেঙে ফেলে তারা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর বহদ্দারহাট ও চকবাজার এলাকা থেকে আসা বিএনপি ও যুবদলের একটি মিছিল জামালখান হয়ে কাজীর দেউরীর সমাবেশস্থলে যাওয়ার পথে এসব দেয়ালচিত্র ভেঙে দেয়। এর আগে, মিছিলটি চট্টগ্রাম কলেজের সামনে আসলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
চট্টগ্রাম কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বঙ্গবন্ধুর দেয়ালচিত্র ও স্থাপনা ভাঙচুরের ঘটনায় ইতোমধ্যে চারজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। এরা সকলেই বিভিন্ন ওয়ার্ডের যুবদলকর্মী। দ্রুতই ভিডিও ফুটেজ দেখে ভাঙচুরে অংশ নেওয়া বাকিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।