কুমিল্লায় শেখ রাসেল ১৯তম জাতীয় দূরপাল্লা সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ১১৬ বার পড়া হয়েছে
কুমিল্লায় শেখ রাসেল ১৯তম জাতীয় দূরপাল্লা সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্যোগে ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ৭ জন পুরুষ ও ৭ জন নারী সাতারু অংশ নেন।
কুমিল্লা গোমতী নদীতে বুড়িচং কংশনগর ব্রীজ থেকে শুরু করে দেবিদ্বার পুরাতন বাজার পর্যন্ত পুরুষদের ১০ কিলোমিটার এবং নারীদের ৮ কিলোমিটার দুরত্বের এই সাতার প্রতিযোগিতায় হয়।
পুরুষ বিভাগে ১ ঘন্টা ৩৯ মিনিট ৪৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান নিজের দখলে নিলেন সেনাবাহিনীর ফয়সাল আহমেদ এবং নারী বিভাগে ১ ঘন্টা ১৩ মিনিট ২০ সেকেন্ডে প্রথম স্থান দখল করেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার।
সাঁতারুরা জানান, সাঁতার প্রতিযোগিতার মাধ্যমেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাই।
আয়োজকেরা জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান সাতারুদের খুজে বের করাসহ প্রতিভাবান সাঁতারুদের উৎসাহিত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে আয়োজিত “সেরা সাতারুর খুঁজে বাংলাদেশ” প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা কৃতি সাতারুরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।