রাজবাড়ীতে নকল বেনসন সিগারেটসহ দুইজন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৪৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে ২০ কার্টুন নকল বেনসন সিগারেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজবাড়ী সদর উপজেলার বাগমারা মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার হরিপুর ইউনিয়নের কান্তিরনগর গ্রামের জব্বার মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৩৯) এবং একই গ্রামের মৃত দলিল উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল মান্নান মন্ডল (৬০)।
এ ঘটনায় বৃটিশ অ্যামেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেডের রাজবাড়ীর ডিস্ট্রিবিউটর তারিক আহম্মেদ দিপুর সহকারী গোলাম মোস্তফা বাদী হয়ে শুক্রবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বাদী গোলাম মোস্তফা বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র রাজবাড়ীসহ বিভিন্ন এলাকায় নকল বেনসন সিগারেট বিক্রি করে আসছে। যে কারণে তারা ওই চক্রকে ধরতে নানামুখি তৎপরতা শুরু করেন। এক পর্যায়ে তাদের প্রতিষ্ঠানের কর্মচারী বাচ্চু আলীর সহযোগিতায় নকল বেনসন সিগারেট বিক্রয়কারী চক্রের সদস্যদের কাছে ২০ কার্টুন বেনসন সিগারেটের অর্ডার দেন। যেখানে ২০ কার্টুন আসল বেনসন সিগারেটের মূল্য ৬১ হাজার ৯৮০ টাকা সেখানে নকল ২০ কার্টুন বেনসন সিগারেটের অর্ডার নেয় ওই চক্র ৫২ হাজার ৪০০ টাকায়। গত বৃহস্পতিবার সকালে ওই চক্রের দুই সদস্য জাহাঙ্গীর মোল্লা ও আব্দুল মান্নান মন্ডল রাজবাড়ী সদর উপজেলার বাগমারা মসজিদ এলাকায় নকল ২০ কার্টুন বেনসন সিগারেট নিয়ে আসেন। এ সময় রাজবাড়ী থানা পুলিশের সহযোগিতায় তাদের হাতেনাতে আটক করা হয়।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন বলেন, নকল বেনসন সিগারেট বিক্রয়ের অভিযোগে জাহাঙ্গীর মোল্লা ও আব্দুল মান্নান মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।