সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
পদ্মার ২৭ কেজির বাঘাইড় ৪১ হাজারে বিক্রি
পদ্মা বুলেটিন ডেস্কঃ
- আপডেট সময় : ০৬:০২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে
পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি ৪০ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৭ জুন) দুপুরে পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কলাবাগান এলাকায় জেলে নিমাই হলদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে নিমাই হলদার বলেন, পদ্মা-যমুনার মোহনায় দৌলতদিয়া কলাবাগান এলাকায় সকালে জাল ফেলি। পরে দুপুরে দিকে জাল উঠানোর সময় দেখি বড় একটি বাঘাইড় মাছ জালে আটকা পড়েছে। মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটের আনোয়ার খা’র আড়তে এনে উন্মুক্ত নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি।
দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চাঁন্দু মোল্লা বলেন, মাছটি আড়তে আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১হাজার ৪০০ টাকা কেজি দরে ক্রয় করি। পরে দেশের বিভিন্ন জায়গায় মুঠোফোন যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৪০ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দিয়েছি।