৩৩ ঘন্টা পর ভেসে উঠলো নিখোঁজ স্কুল ছাত্র রবিনের মরদেহ
- আপডেট সময় : ০৭:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে
দীর্ঘ ৩৩ ঘন্টা পর ভেসে উঠলো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ক্যানেল ঘাট এলাকার পদ্মায় নিখোঁজ স্কুল ছাত্র রবিনের মরদেহ। বুধবার বিকেল ৬ টার দিকে মরদেহটি ভেসে উঠলে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।
রবিন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া এলাকার রফিকের ছেলে ও স্থানীয় বড় সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ক্যানেল ঘাট এলাকায় নানা বাড়ির পাশে শাখা পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে যায় শিশু রবিন। অন্যরা গোসল করে কিনারায় আসলেও রবিন স্রোতে তলিয়ে যায়। তার বন্ধুদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার কাজ চালায় ও পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল মঙ্গলবার সারাদিন ও বুধবার সকাল থেকেই উদ্ধার অভিযান অব্যাহত রেখেছিলো। অবশেষে বুধবার বিকেলে স্কুল ছাত্রের মরদেহটি ভেসে উঠলে উদ্ধারচকরে পরিবারের কাছে হস্তান্তর করে। উদ্ধার অভিযান পরিচালনার সময় ডুবুরি দলের এক সদস্যও অসুস্থ হয়ে পড়ে।
গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, মঙ্গলবার সকাল থেকেই উদ্ধারে কাজ করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। অবশেষে প্রায় ৩৩ ঘন্টা পর বুধবার বিকেল ৬ টার সময় শিশুটির মরদেহ ভেসে উঠে। মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।