সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩: গোয়ালন্দে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
পদ্মা বুলেটিন ডেস্কঃ
- আপডেট সময় : ০৫:৫৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জুন) সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ৩টি গ্রুপে ৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।
ভাষা ও সাহিত্য বিষয়ে প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে দেওয়ানপাড়া রহমতুল্লাহ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী দিয়া মুজুদার, ‘খ’ গ্রুপে গোয়ালন্দ নাসিরউদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী সামিয়া খান এবং ‘গ’ গ্রুপে রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির তায়েতা আক্তার বিজয়ী হয়েছেন।
দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে দেওয়ানপাড়া রহমতুল্লাহ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী মো. ইসতেম দাদ আলী, ‘খ’ গ্রুপে গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী অনন্যা ইসলাম এবং ‘গ’ গ্রুপে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রোহান ইসলাম।
গণিত ও কম্পিউটার বিষয়ে চৌধুরী আব্দুল হামিদ একাডেমির ৮ম শ্রেণির শিক্ষার্থী আকাশ, ‘খ’ গ্রুপে গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী জয়ন্ত দাস, ‘গ’ গ্রুপে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিবুল হাসান সাগর।
বাংলাদেশ স্টাডিজ বিষয়ে প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে চৌধুরী আব্দুল হামিদ একাডেমির ৮ম শ্রেণির শিক্ষার্থী আদিবা ফিজ্জা, ‘খ’ গ্রুপে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ইসরাত মিম এবং সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রোহান ইসলাম বিজয়ী হয়েছে।
এছাড়াও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা)। শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ, শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ রোবার শিক্ষক, শ্রেষ্ঠ রোবার পুরষ্কার প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা সপ্তাহ কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইকাবাল হাসান, সরকারি কামরুল ইসলাম কলেজের সহকারী অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের শেখ, এফকে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ, কারিগরি বি এম কলেজ অধ্যক্ষ সমিতির যুগ্ম সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা বে-সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফকীর আ. কাদের, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস বেগম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র ছাত্রী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দরা প্রমুখ।