মাগুরার শালিখায় আগ্নেয়অস্ত্র ও গুলিসহ তিন কিশোরকে আটক করেছে শালিখা থানা পুলিশ। আজ সোমবার(৩ জুলাই) দুপুরে এক গোপন সংবাদের ভিত্তিতে এসআই রকিবুল, এএসআই রিপন, এএসআই লিটন সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস টিম শালিখা উপজেলার হরিশপুর গ্রামের খেয়াঘাট থেকে তাদেরকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ১ টি আগ্নেয় অস্ত্র (দেশি), ১ রাউন্ড গুলি ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খানপুর (মধ্যপাড়া) গ্রামের শাহিনুর রহমানের ছেলে ইয়াসির আরাফাত(১৯), একই গ্রামের সাইফুল মোল্যার ছেলে জিসান মোল্যা(১৯), এবং বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের মহব্বত আলী খান এর ছেলে মাহিম খান মিরাজ(১৮)।
শালিখা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোশাররফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন কিশোরকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় মামলার প্রস্তুতি চলছে। তারা কিশোর গ্যাংয়ের সদস্য কিনা বা কি উদ্দেশ্যে অস্ত্রটি ব্যাবহার করত এবং তারা অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে বাকিটা পরে জাননো যাবে।