শালিখায় ২১৬ জন শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহার
- আপডেট সময় : ০৫:৫৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ৩৬৬ বার পড়া হয়েছে
মাগুরার শালিখায় পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা প্রকল্প ২০২১ হতে মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাবলেট (কম্পিউটার) বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে বৃহস্পতিবার(১৩ জুলাই) সকাল ১১ টায় শালিখা সরকারি স্কুল এন্ড কলেজের মিলনায়তন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে বক্তব্য দেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: শ্যামল কুমার দে, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বকর, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজল বরণ বিশ্বাস, শালিখা থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন।
পরে শালিখা উপজেলার ৩৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের (মাধ্যমিক) ২১৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট (কম্পিউটার) তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুুুষ্ঠাটি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মমকর্তা নাজমুল হোসেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে ইয়াসমিন মনিরা বলেন, ট্যাবলেট (কম্পিউটার) স্মার্ট বাংলাদের একটি গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি এটি শিক্ষার মান উন্নয়নে পরিপূরক ভুমিকা পালন করে।