সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
আদালতে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা বাবরের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ ২৩৪ বার পড়া হয়েছে
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনি।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মোহাম্মদ শহিদুল ইসলামের আদালতে আত্মপক্ষ সমর্থন করেন বাবর। এরপর যুক্তি উপস্থাপনের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত। এ সময় বিচারক তার বিরুদ্ধে আনা অভিযোগ ও সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ পড়ে শোনান।
উল্লেখ্য, ২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথবাহিনীর হাতে আটক হন বাবর। ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলা হয়।