রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহিদ শেখ (৩৬) নামের এক রিক্সাচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাঁর বাড়ি গোয়ালন্দ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকার গুচ্ছগ্রাম মহল্লায়।
শনিবার (১৫ জুলাই) ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা ফায়ারসার্ভিস স্টেশন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাা যায়, রিক্সাচালক জাহিদ দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। বেলা পৌনে ১২টার দিকে তিনি দৌলতদিয়া ঘাট থেকে রিক্সা (যাত্রীহীন) চালিয়ে গোয়ালন্দ পৌরশহরের দিকে আসছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ারসার্ভিস স্টেশন এলাকায় পৌঁছায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা নামের যাত্রীবাহী একটি বাস এসে রিক্সাটির পেছন থেকে হঠাৎ ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে নিজ রিক্সা থেকে সড়কে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন রিক্সা চালক জাহিদ শেখ।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পূর্বাশা নামের ঘাতক বাসটি (রেজি: ঢাকা মেট্রো-ব ১৫-৪৫৮৫) জব্দ করা হয়েছে। বাসটির চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় আহলাদীপুর হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতিকাজ চলছে।’