কারণ ছাড়াই বরখাস্ত আফগান ক্রিকেটের সিইও
- আপডেট সময় : ১২:০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ ২০৪ বার পড়া হয়েছে
তালেবান সরকার ও তাদের ক্রিকেট নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। তালেবানদের ক্ষমতায় আবির্ভাবের পর আফগান ক্রিকেটে একের পর এক আসছে রদবদল। যা তৈরি করছে নতুন বিতর্কের। আফগান নারীদের ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞা থেকে শুরু করে নতুন বোর্ড চেয়ারম্যান নিয়োগ সবকিছুতেই ছিল বিতর্ক। এবার কোন কারণ ছাড়াই বরখাস্ত হলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি।
কয়েকদিন আগেও তালেবানদের বৈঠকে হাস্যজ্জ্বল দেখা গেছে হামিদ শিনওয়ারিকে। হুট করে চাকরি হারানোয় হতভম্ব এসিবির সিইও। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে হামিদ বলেছেন, ‘গতকাল (সোমবার) আমাকে চাকরিচ্যুত করা হয়েছে।’
ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে, সোমবার এক দল লোক এসিবি কার্যালয়ে প্রবেশ করে জানান, বোর্ডের প্রধান নির্বাহী বদলাতে হবে। পরে তাদেরই সিদ্ধান্তে নাসিবউল্লাহ খানকে প্রধান নির্বাহী করা হয়েছে।
হামিদ শিনওয়ারিকে সরিয়ে দেয়া হলেও, আজিজুল্লাহ ফাজলিই এসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকবেন।