গোয়ালন্দে ৪র্থ তলা স্কুল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন কাজী কেরামত আলী
- আপডেট সময় : ০৪:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ১৩১ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নে ৪র্থ তলা স্কুল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন, রাজবাড়ী-১ আসনের সাংসদ ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। বুধবার (০৯ আগষ্ট) দুপুরে ইউনিয়নের নলডুবি এলাকায় নলডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ তলা স্কুল ভবন নির্মাণ কাজের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বজলুর রহমান খান, স্কুলের প্রতিষ্ঠা ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী কৃষক লীগের সাবেক আহবায়ক মো. আব্দুল মমিন শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মো. ইউনুস মোল্লা, রাজবাড়ী জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আমজাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. জলিল শেখ, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমূখ।
এ সময় সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলো বেহাল অবস্থায় ছিল। আমরা সে সব বিদ্যালয়গুলো খুঁজে বের করে নতুন ভবন দিয়েছি। যাতে শিক্ষার্থীরা ভালোভাবে পাঠদান করতে পারে। শিশুদের পড়ালেখায় আগ্রহী করতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদের ভূমিকার উপর গুরুত্বারোপ করে আরো বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে কারণ আগামীতে এই শিক্ষার্থীরাই দেশ পরিচালনায় ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার সুযোগ দানের আহ্বান জানান।