রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের অভিযানে হেরোইনসহ ৬ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদকবিক্রেতারা হলো, উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া এলাকার -মোঃ রফিক শেখ এর ছেলে মোঃ রাসেল শেখ (২৭),
ওহেদ ফকির পাড়া এলাকার নুর ইসলাম শেখ এর ছেলে মোঃ হিরু শেখ (২৩), রাজবাড়ী সদর
উপজেলার মধুপুর এলাকার মৃত রুহুল আমিন শেখ এর ছেলে মোঃ জাহাঙ্গীর শেখ (৩৪), বালিয়াকান্দি থানার রামদিয়া এলাকার জব্বার মোল্লার ছেলে
মোঃ রাসেল মোল্লা (২৬), মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা মধ্যপাড়া এলাকার হরযত মিয়ার ছেলে ভাসানী মিয়া (৩০) ও শিবালয় থানার শিমুলিয়া এলাকার মোঃ নুরুল ইসলাম এর ছেলে
মোঃ কালাম (৩২)।
থানা পুলিশ জানায়, শনিবার (১২ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া রেল স্টেশন সংলগ্ন মোল্লা বোডিং থেকে তাদেরকে সাড়ে ৭ গ্রাম হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জামসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মাদকবিরোধী অভিযানে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে দৌলতদিয়া এলাকা থেকে উক্ত আসামীদেরকে সাড়ে ৭ গ্রাম হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জাম সহ গ্রেফতার করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করা হয় এবং গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মোঃ রাসেল শেখ (২৭) এর বিরুদ্ধে ৩ টি মাদক মামলাসহ ৭ টি মামলা, মোঃ হিরু শেখ (২৩) এর বিরুদ্ধে বিভিন্ন ধারায় ২ টি মামলা, মোঃ জাহাঙ্গীর শেখ (৩৪) এর বিরুদ্ধে ৩ টি মাদক মামলা ও মোঃ রাসেল মোল্লা (২৬) এর বিরুদ্ধে বিভিন্ন ধারায় ১ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।