ডাকাতি থেকে রক্ষা পেতে দ্রুতগতির এ্যাম্বুলেন্স উল্টে খাদে, আহত-৪
- আপডেট সময় : ১১:২১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর সদরে ডাকাতির হাতথেকে রক্ষা পেতে দ্রুতগতির একটি এ্যাম্বুলেন্স উল্টে খাদে পড়ে যায়। এতে কুষ্টিয়া জেলার সাবেক জেলা ও দায়রা মৃত সৈয়দ আ. বারীর স্ত্রীসহ ৪ জন আহত হয়েছেন।
সোমবার (১৪ আগস্ট) ভোররাতে সদর উপজেলার খানখানাপুর জেএসবি ব্রিকসের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কুষ্টিয়া এ-২১ হাউজিং স্টেটের বাসিন্ধা কুষ্টিয়ার সাবেক জেলা ও দায়রা জজ মৃত সৈয়দ আ. বারীর স্ত্রী জাহেদা বারী (৭০), তার মেয়ে মনি মুক্তা (৩৮), নাতি ছেলে অনিক (১৮) ও ছেলে এস এম সাদী। আহতদের মধ্যে জাহেদা বারীকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাকাতির শিকার এস এম সাদী বলেন, প্রতি সপ্তাহে তার বোন মনি মুক্তাকে ঢাকায় ডাক্তার দেখাতে হয়। রাতে কুষ্টিয়া থেকে একই এ্যাম্বুলেন্স যোগে কুষ্টিয়া থেকে রওনা হন। রাত সাড়ে ৩টার দিকে গোয়ালন্দ মোড় পার হতেই বিভিন্ন স্থানে ট্রাক দাড়িয়ে থাকতে দেখি। তখনই সন্দেহ হচ্ছিল। ইটভাটার সামনে পৌছালে সড়কে মনে হচ্ছিল কামান দাড় করানো। গাড়ীর ড্রাইভার বেরিকেট দেখে উল্টা পাশ দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সটি উল্টে রাস্তার নিচে পড়ে যায়। এতে আমার মা, বোন, ভাগ্নে ও আমি আহত হই। মায়ের দুই হাত ভেঙ্গে গেছে, মাথা ফেটে গুরুতর আহত হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, এ বিষয়ে আমরা কাজ করছি। আশা করছি দ্রুতই তাদেরকে গ্রেফতার করতে পারবো।