সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে বিলুপ্ত প্রায় দুটি কানাকুয়ার বাচ্চা অবমুক্ত
পদ্মা বুলেটিন ডেস্ক
- আপডেট সময় : ০৭:২১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৯১ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে বিলুপ্ত প্রায় দুটি কানাকুয়ার বাচ্চা অবমুক্ত করা হয়েছে। সাংবাদিক লিটন চক্রবর্তী আহত অবস্থায় উদ্ধার করে দুইমাস লালন-পালন করে বিলুপ্ত প্রায় কানাকুয়ার বাচ্চা দুটিকে অবমুক্ত করেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে রাজবাড়ী শহরের টিএনটি পাড়ায় তার বাড়ীর পাশেই পাখি দুইটিকে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ, জেলা পল্ট্রি ডেপোলাপমেন্ট অফিসার মেহেদী হাসান, সাংবাদিক লিটন চক্রবর্তী প্রমূখ।
জানা গেছে, প্রায় দুই মাস আগে রাজবাড়ী সদরের খানগঞ্জ এলাকায় বাসা ভেঙ্গে মাটিতে পরে মারাত্মক ভাবে আহত হয় ৭ দিন বয়সী দুটি কানাকুয়ার বাচ্চা। পরে পাখির বাচ্চা দুইটিকে স্থানীয় বাসিন্দা আক্কাস আলী উদ্ধার করে চিকিৎসা ও পরামর্শের জন্য প্রাণিসম্পদ অফিস সহ ৯৯৯ এ ফোন যোগাযোগ করে ব্যার্থ হন। পরে সাংবাদিক লিটন চক্রবর্তীকে বিষয়টি জানালে তিনি চারুকারুর শিল্পি আবু আব্দুল্লাহ স্বপন ও অনন্ত সরকারকে পাঠিয়ে কানাকুয়ার বাচ্চা দু্ইটিকে উদ্ধার করে নিয়ে এসে তার তত্বাবধানে রেখে চিকিৎসা করে পরমযত্নে প্রায় দুই মাস লালন-পালন করে সুস্থ করে তোলেন। এসময় পাখির বাচ্চা দুইটিকে বিভিন্ন প্রজাতির ছোট মাছ, পোকা মাকড়, পিপড়ার ডিম, বয়েল ডিম খাওয়ায়ে বড় করেন। এবং পাখির বাচ্চা দুইটি সম্পূর্ণ সুস্থ হওয়ায় আজ অবমুক্ত করা হয়।
এ প্রসঙ্গে সাংবাদিক লিটন চক্রবর্তী বলেন, পৃথিবীতে সকলের বেঁচে থাকার অধিকার রযেছে। কানাকুয়ার বাচ্চা দুটি উদ্ধার না করলে তারা মারা যেত। এজন্য তাদের উদ্ধার প্রাণি সম্পদ কর্মকর্তাদের পরামর্শে লালন পালন করি। তাদের উড়তে শেখানে হয় এবং নিজেদের খাবার সংগ্রহের পক্রিয়াও শেখানো হয়। তারপর আজ তাদের অবমুক্ত করে দেয়া হয়।