সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকীতে ৪৮জন হাফেজকে কোরআন উপহার
কামাল হোসেন, রাজবাড়ী
- আপডেট সময় : ০৩:৪০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে
স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে ৪৮ জন কোরআনের হাফেজকে কোরআন শরীফ উপহার হিসাবে প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ উপহার তুলে দেওয়া হয়। এর আগে ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো.সেলিম মুন্সীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো.মোস্তফা মুন্সী।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জাকির হোসেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো.লুৎফর রহমানসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার হাফেজগণ।