রাজবাড়ীতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৩৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ৬৭ বার পড়া হয়েছে
রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকায় হাইওয়ে রাস্তার পূর্ব পাশে একচালা টিনের পরিত্যাক্ত মুরগীর দোকানের মধ্যে এক গৃহবধূকে (৩৬) গণধর্ষণের অভিযোগে মোঃ আব্দুল সরদার (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সে রাজবাড়ী সদর উপজেলার নিমতলা এলাকার হাবিবুর রহমান ওরফে হাবু মিয়ার ছেলে। মঙ্গলবার রাতে রাজবাড়ী সদর থানায় ওই গৃহবধূর করা মামলায় তিন জনের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়।
মামলার অন্য আসামীরা হলো, রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের ইয়াকুব শেখের ছেলে সুরুজ শেখ, সাজাই শেখের ছেলে রবিন শেখ (২৬)।
মামলা সূত্রে জানা গেছে, আট বছর আগে ওই গৃহবধূর স্বামী আরেকটি বিয়ে করে দ্বিতীয় স্ত্রী নিয়ে আলাদা থাকেন। তিনি তার ১৪ বছর বয়সী মেয়ে ও আট বছর বয়সী ছেলেকে নিয়ে স্বামীর বাড়িতেই থাকেন। তার স্বামী দূরে থাকার সুযোগে নিমতলা গ্রামের আব্দুল সরদার তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো এবং তার আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে তাকে টাকার লোভ দেখিয়ে অনৈতিক কাজ করার জন্য জোর করতো। ওই গৃহবধূ রাজী না হলে আব্দুল তার ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে। গত ১৭ আগস্ট রাত ৯ টার দিকে বাড়ির কাছে সিরাজের দোকানে মশার কয়েল আনতে যান। ওই দোকানে কয়েল না পেয়ে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা আব্দুল তার মুখ চেপে ধরে পাশেই আব্দুলের একচালা টিনের পরিত্যক্ত মুরগীর দোকানের মধ্যে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। আব্দুল ধর্ষণ করার পর ঘর থেকে বের হতে গেলে একই গ্রামের রবিন সেখানে গিয়ে তাকে ধর্ষণ করে। এরপর একইভাবে সুরুজও তাকে ধর্ষণ করে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এসরাকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত সোয়া ৮টায় ওই গৃহবধূ বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। বুধবার দুপরে রাজবাড়ী সদর হাসপাতালে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি মামলার ৩ নম্বর আসামী মোঃ আব্দুল সরদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।